ভিভাের ৩২ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরার ভি১৫ এবং ভি১৫ প্রাে স্মার্টফোন সাড়া ফেলেছে দেশের বাজারে। ভি সিরিজের সর্বশেষ সংস্করণের এ দুই ফোন তাদের প্রত্যাশার চেয়েও বেশি
গ্রাহক প্রিয়তা পেয়েছে বলে জানিয়েছে বহুজাতিক চীনা কোম্পানিটি। বাংলাদেশে সর্বোচ্চ ৩২ মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরার প্রথম ফোন ভি১৫ প্রাে ও ভি ১৫।
দুটি ফোনেই রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার তিনটি রিয়ার ক্যামেরা। অন্ধকারে কিংবা চলমান অবস্থায় এগুলাের
কর্মক্ষমতা মুগ্ধ করছে গ্রাহকদের। ৬ জিবি র্যামসমৃদ্ধ দুটি ফোনে হাইপারফরমেন্স গেমস খেলাসহ সার্বিক
অপারেশন করা যায় সহজে ও স্বাচ্ছন্দ্যে।
সংবাদ মাধ্যমে পাঠানাে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভিভাে বাংলাদেশ জানায়, গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে
ভি১৫ প্রাে এবং মার্চের তৃতীয় সপ্তাহে ভি১৫ বাজারে ছাড়ে কোম্পানিটি। এপ্রিলের শেষ নাগাদ যে পরিমাণ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা এপ্রিলের প্রথম সপ্তাহেই পূরণ হয়ে গেছে।
এ প্রসঙ্গে ভিভাে বাংলাদেশর ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক বলেন, এই দুটি ফোন নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম। তবে গ্রাহকদের সাড়া আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এটি প্রমাণ করে ভােক্তাদের চাহিদা ও পছন্দের প্রযুক্তিসমৃদ্ধ ফোন বাজারজাত করতে পারছে ভিভাে। এ অর্জন মানুষের প্রত্যাশা পূরণে আমাদের আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ করেছে।
ভি১৫ প্রাে ৩৯ হাজার ৯৯০ টাকায় এবং ভি১৫ ফোনটি ২৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। উভয় ফোনেই ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যায়।
Team TruongDevs - Từ IT đến đồ họa, chúng mình lo tất! 👉 Nhanh - Chuẩn - Giá sinh viên
Liên hệ ngay!
